স্টাফ রিপোর্টার: দামুড়হুদার জুড়ানপুরে অবৈধযান করিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন গুরুতর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দামুড়হুদার বিষ্ণুপর মাঠপাড়ার নাজিরউদ্দীন (৪৫), তার স্ত্রী নাজমা খাতুন (৩৪), একই পাড়ার জাহিদ হোসের স্ত্রী হালিমা (২৬) ও তার পুত্র শিশু ইমন (৪) একই করিমনযোগে দামুড়হুদায় যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে করিমনটি উল্টে খাদে পড়ে যায়। এতে আছড়ে পড়ে এরা আহত হয়। নাজমা ও শিশু নাইমকে গুরুতর আহত অবস্থায় চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।