ব্রাজিলের টানা নবম জয়

মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিলের বিশ্বকাপের শেষটা মনে আছে? দু ম্যাচে দশ গোল হজম করে ১৯৫০ বিশ্বকাপের দুঃখ ‘ভুলিয়ে’ দিয়েছিলো আরও বেশি শোক দিয়ে। সেই ব্রাজিল কার্লোস দুঙ্গার হাতে পড়ে আশ্চর্য জাদুমন্ত্রে বদলে গেছে। বিশ্বকাপের পর এ প্রথম নিজেদের মাঠে খেলল সেলেসাওরা। কাল নেইমারকে ছাড়াই মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে বুঝিয়ে দিল, কোপা আমেরিকার জন্য প্রস্তুত তারাও। দুটো গোলই এসেছে প্রথমার্ধে। ২৮ মিনিটে দলকে প্রথম এগিয়ে দেন কৌতিনহো। লিভারপুলের ২২ বছর বয়সী তরুণ উইঙ্গার জাতীয় দলের হয়ে তার প্রথম গোলটি করলেন। ৩৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ডিয়েগো তারদেল্লি। গত অক্টোবরে আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করে নজর কেড়েছিলেন এ ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও হাসি মুখেই মাঠ ছাড়েন দুঙ্গা। বিশ্বকাপে তাঁর দায়িত্ব নেওয়ার পর এটি ব্রাজিলের টানা নবম জয়।