প্রণোদনার পরও বড় দরপতন

স্টাফ রিপোর্টার: দেশের পুঁজিবাজারে গতকাল সোমবার বড় দরপতন হয়েছে। গতকালের লেনদেন শেষে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক গতপরশুর চেয়ে ১ দশমিক ৬৩ শতাংশ কমে গেছে। অপর স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ১ দশমিক ৮১ শতাংশ। ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের পুঁজিবাজারের জন্য প্রণোদনার ব্যবস্থা রাখা হলেও এ দরপতন নেতিবাচক হিসেবে দেখছেন বিনিয়োগকারীরা। একাধিক বিনিয়োগকারী অভিযোগ করেন, বাজেটে পুঁজিবাজার নিয়ে যে প্রস্তাব এসেছে, তা বাজারের জন্য ইতিবাচক। তবে দরপতন কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তারা। তাদের মতে, কোনো পক্ষ কারসাজির মাধ্যমে এ দরপতন ঘটাতে পারে। প্রস্তাবিত বাজেটে বিনিয়োগকারীদের জন্য করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা ৫ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। একই সাথে তালিকাভুক্ত কোম্পানির করপোরেট করও কমানো হয়েছে। রয়েছে আরও বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৪২ পয়েন্টে। ডিএসইএক্সের পাশাপাশি ডিএসইএস ১৮ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক ২৭ পয়েন্ট কমেছে। গতকাল ডিএসইএক্স সূচক বেড়েছিল ২৬ পয়েন্ট। ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক কমেছে। সিএসইর সার্বিক মূল্যসূচক ২৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৮ পয়েন্টে।