অনন্ত বিজয় হত্যা : ফটোসাংবাদিক আটকের পর রিমান্ডে

স্টাফ রিপোর্টার: ব্লগার ও তরুণ ব্যাংকার অনন্ত বিজয় দাশকে হত্যার ঘটনায় ইদ্রিস আলী (২৪) নামের এক ফটোসাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। নেয়া হয়েছে সাতদিনের রিমাণ্ডে। জাতীয় দৈনিক সংবাদ এবং সিলেটের স্থানীয় দৈনিক সবুজ সিলেট’র ফটোসাংবাদিক ইদ্রিস আলীকে রোববার রাতে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার দুপুরে তাকে সিলেট মহানগর হাকিম (আমলি দ্বিতীয়) আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন ঢাকার সিআইডির (অর্গানাইজড ক্রাইম বিভাগ) পরিদর্শক আরমান আলী। বিচারক ফারহানা ইয়াসমিন সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১২ মে সকালে সিলেট নগরের সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তা মোড়ে অনন্তকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। গত ২৫ মে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়। গত শুক্রবার থেকে ঢাকার সিআইডির একটি তদন্ত দল সিলেটে এসে সরেজমিনে তদন্ত শুরু করে। গ্রেফতারকৃত ইদ্রিস আলীর বাড়ি সিলেট শহরতলির খাদিমপাড়া ইউনিয়নের ফতেগড় গ্রামে। ইদ্রিসের বাবা ইলিয়াস আলী খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্য।