মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরে বাগোয়ান ইউনিয়ন পরিষদের আয়জনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৭টায় মুজিবনগর মডেল প্রাথামক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মন্ডল। এসময় বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, সহকারী শিক্ষা অফিসার আলাউদ্দীন, বাগোয়ান ইউপি আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম, মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, বাগোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকছেদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে বঙ্গবন্ধু ফুটবলে বাগোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০গোলে কেদারগন্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, আনন্দবাস পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, নাজিরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বাগোয়ান দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ও আনন্দবাস দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ঢেলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। এছাড়া জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে। এদিকে মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের রামনগর ফুটবল খেলার মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।