ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ: নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর সাড়ে ৬০০ সদস্য

স্টাফ রিপোর্টার: আগামী ১০ জুন থেকে নারায়ণগঞ্জের ফতুল্লাস্থ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট ম্যাচ। পুলিশ ৱ্যাবসহ নিরাপত্তা বাহিনীর প্রায় সাড়ে ৬শ সদস্য এ ম্যাচের নিরাপত্তার দায়িত্বে থাকবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার। এ ম্যাচ উপলক্ষে রোববার দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিনের সভাপতিত্বে তার কার্যালয়ে নিরাপত্তা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন ৱ্যাব-১১ এর সহকারি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার গুলজার, বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব) ইমাম, ভ্যানু ইনচার্জ মোহাম্মদ বাবুল মিয়া, এনএসআইএর ডিডি সানোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ জাকারিয়া।

পুলিশ সুপার জানান, এসব বাহিনী পোশাকে ছাড়াও সাদা পোশাকেও মোতায়েন থাকবে। স্টেডিয়ামের বিভিন্ন প্রবেশপথ, আশেপাশের স্থাপনার ছাদে এবং স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় তারা অবস্থান নেবে। এসময় স্টেডিয়ামের পাশে সন্দেহভাজন যানবাহনে পুলিশ তল্লাশি চালাবে।