চুয়াডাঙ্গায় স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সড়কে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা ও সচেনতা বৃদ্ধির লক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ৩টার দিকে ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাক। বাংলাদেশ রোডে ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চুয়াডাঙ্গা-মেহেরপুর সার্কেলের আয়োজন ও জেলা প্রশাসনের সহযোগিতায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়াল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রশীদুল হাসান, জেলা পুলিশের ট্রাফিক পুরিদর্শক মাহবুবুল আলম শরিফ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর সার্কেল মোটরযান পরিদর্শক ফয়েজ আহম্মেদ, সহকারী পরিচালক প্রকৌশলী রফিকুল ইসলাম প্রমুক। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিআরটিএ’র অফিস সহকারী সাহাবউদ্দীন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, দূর্ঘটনা এড়াতে যে রাস্তায় যানবাহন চলাচল করে, সে রাস্তায় মানুষের হেঁটে চলা বিপদ জনক। মানুষের চলাচলের জন্য যেখানে ফুটপাত রয়েছে সেখান দিয়ে হাটা চলার পরামর্শ দিয়ে বলেন যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার ডান পাশ দিয়ে চলাচল করতে হবে। তিনি আরও বলেন, রাস্তা অতিক্রম করার সময় প্রথমে ডানে-বামে ভালো করে দেখে রাস্তা পার হতে হবে। প্রয়োজনে ট্রাফিক পুলিশের সাহায্য নেয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সড়ক দূর্ঘটনার লিফলেট বিতরণ ও তথ্য চিত্র প্রদর্শন করা হয়।