সালাহ উদ্দিনের শর্তসাপেক্ষে জামিন

মাথাভাঙ্গা মনিটর: ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরে নিরাপত্তা হেফাজতে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। শুক্রবার রাতে বিবিসি বাংলা জানিয়েছে, শিলংয়ের জজ কোর্টে শুক্রবার শুনানি শেষে তাকে শর্তসাপেক্ষে জামিন দেয়া হয়। তার আইনজীবী এস পি মোহান্ত জানিয়েছেন, সালাহ উদ্দিন আহমেদ ইস্ট খাসি হিলস জেলা ছেড়ে কোথাও যেতে পারবেন না এবং প্রতি সপ্তাহে তিনি শিলংয়ের পুলিশ সুপারের কাছে হাজিরা দেবেন- এমন শর্তে তাকে জামিন দেয়া হয়। সালাহ উদ্দিন আহমেদ বর্তমানে শিলংয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন। উল্লেখ্য, কয়েক মাস আগে নিখোঁজ হওয়ার পর সালাহ উদ্দিন আহমেদকে গত ১১ মে হঠাৎ করে পাওয়া যায় শিলংয়ে। তার পরিবার ও দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, সরকারের নিরাপত্তা বাহিনি তাকে তুলে নিয়ে গেছে। তবে সরকার তা অস্বীকার করে আসছে। ভারতীয় কর্তৃপক্ষ সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে অবৈধ প্রবেশের অভিযোগে মামলা করেছে। সেই মামলাতেই তিনি জামিন পেলেন।