মোবাইলে অতিরিক্ত ভ্যাট কাটা শুরু

 

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থ বছরের বাজেট পেশের পরই অতিরিক্ত ৫ শতাংশ শুল্ক কাটা শুরু করেছে মোবাইলফোন কোম্পানিগুলো। আগের ১৫ শতাংশের সাথে আরো ৫ শতাংশ যোগ হওয়াতে গ্রাহকদেরকে এখন ২০ শতাংশ চার্জ গুনতে হচ্ছে। গত বৃহস্পতিবার বাজেট পেশের সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মোবাইলফোনের সেবায় আরও ৫ শতাংশ শুল্ক আরোপের কথা বলেন। তবে এ বাজেট জাতীয় সংসদে আলোচনার পরে সংযোজন-বিয়োজন হবে। তারপরে ৩০ জুন পাস হবে। কিন্তু বাজেট পাসের আগেই দেশের মোবাইলফোন অপারেটরগুলো মোবাইলে অতিরিক্ত ৫ শতাংশ চার্জ কেটে নিতে শুরু করেছে।

এদিকে প্রস্তাবিত বাজেট পাস হলে একজন গ্রাহক একশত টাকা রিচার্জ করলে ৮০ টাকার কথা বলতে পারবেন। ২০ শতাংশ ভ্যাট বাবদ কেটে নেয়া হবে। আর এ ভ্যাট মোবাইলফোনে সকল ধরনের ব্যহারের ক্ষেত্রে (ইন্টারনেট, এসএমএস, এমএমএস) কাটা হবে। এ বিষয়ে মোবাইল অপারেটর গ্রামীণফোনের জনসংযোগ বিভাগের কর্মকর্তা শওকত বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতকালই আমাদের এশটি এসআরও পাঠিয়েছে। সে অনুযায়ী রাত ১২টার পর থেকেই অতিরিক্ত ৫ শতাংশ সম্পূরক শুল্ক কেটে রাখা হচ্ছে।

এদিকে বাংলালিংক-এর প্রিপেইড গ্রাহকের বিভিন্ন সংযোগে গত বৃহস্পতিবার থেকেই সরকারি তথ্যের (Govt.Info) বরাত দিয়ে এমএমএস মাধ্যমে ৫ শতাংশ শুল্ক সম্পূরক আরোপের তথ্য জানানো হচ্ছে। এমএমএস-এ লেখা আছে, মোবাইলের সব ব্যবহারের ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে, যা আপনার সকল মোবাইল রেটের সাথে প্রযোজ্য হবে।