মমতা ব্যানার্জি ঢাকায়

 

স্টাফ রিপোর্টার: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের একদিন আগেই গতকাল শুক্রবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল রাত ৮টা ৪০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মমতা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এর আগে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কোলকাতার নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সফরসঙ্গীদের নিয়ে ঢাকার উদ্দেশে কোলকাতা ছাড়েন মমতা। বিমানে তার সাথে সফরসঙ্গী হিসেবে এসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব সঞ্জয় মিত্র ও বিশেষ সচিব গৌতম সান্যালসহ আটজন।

সফরকালে নরেন্দ্র মোদি ও তার সফরসঙ্গীরা ঢাকার সোনারগাঁও হোটেলে থাকবেন। তবে সফরসঙ্গী হলেও এই হোটেলে ওঠেননি মমতা ব্যানার্জি। তিনি তার সঙ্গীদের নিয়ে ঢাকার ৱ্যাডিসন হোটেলে উঠেছেন। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষেই তিনি সরাসরি হোটেলে চলে যান। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাথে সম্পর্কের রেষারেষিতে নরেন্দ্র মোদির ঢাকা সফরে মমতার আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিলো। তবে শেষ মুহূর্তে মমতার ঢাকা সফর নিশ্চিত হলেও তিনি প্রধানমন্ত্রীর সফরের একদিন আগে এসেছেন, আবার ঢাকা ছেড়ে যাবেন প্রধানমন্ত্রীর ফেরার একদিন আগে। এ সফরে তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে কোনো আলোচনা হবে না-এটি নিশ্চিত হয়েই ঢাকায় এসেছেন মমতা।