ভারতে দাবদাহে দুশতাধিক লোকের মৃত্যু

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতে প্রচণ্ড দাবদাহে দুশতাধিক লোকের মৃত্যু হয়েছে। দেশটির অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় গত তিন দিনে এসব লোকের মৃত্যু হয়। জানা গেছে, দুটি রাজ্যে তাপপ্রবাহে শুধু শুক্রবার অসুস্থ হয়েছেন শতাধিক লোক। এ দিন দুপ্রদেশের কোথায়ও কোথায়ও তাপমাত্রা ছিলো ৪৭ ডিগ্রি সেলসিয়াস। তেলেঙ্গানা রাজ্যের হাসপাতাল সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, প্রতিনিয়ত লোকজন হাসপাতালে ছুটছেন। অন্ধ্রপ্রদেশ সরকার প্রত্যেক জেলায় জরুরি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা লোকজনকে দিনের বেলা বাইরে ঘোরাফেরা না করতে সতর্ক করেছে। একান্তই যেতে হলে মাথায় ছায়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ চলমান তাপমাত্রাকে ভয়াবহ উল্লেখ করে বলেছে, আরও তিন দিন তাপমাত্রা বাড়তে পারে। এমনকি এ বছর তাপমাত্রা অতীতের রেকর্ড ছাড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া বিভাগের কর্মকর্তারা। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় রাজ্যে এ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২০০২ সালের ১১ মে। ওইদিনের তাপমাত্রা ছিল ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে ওই সময় সর্বোচ্চ তাপমাত্রা থাকলেও চলতি বছর সবচেয়ে বেশি লোকের মৃত্যুর ঘটনা ঘটলো।

Leave a comment