আলমডাঙ্গার মুন্সিগঞ্জ রোয়াকুলির পল্লি বিদ্যুতের সাবস্টেশনে হামলা : আটক ১

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা মুন্সিগঞ্জের রোয়াকুলিস্থ মেহেরপুর পল্লি বিদ্যুত সমিতির সাবস্টেশনে বিদ্যুত না থাকায় লাইনম্যানকে পিটিয়েছে রোয়াকুলি গ্রামের লাল্টু। গতকাল শনিবার বিকেলে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ তাকে আটক করে মোচনামা নিয়ে ছেড়ে দিয়েছে।

জানা গেছে, গত পরশু রাত ৯টার সময় আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের আত্তাপ আলীর ছেলে লাল্টু (৩৫) রোয়াকুলিস্থ মেহেরপুর পল্লি বিদ্যুত সমিতির সাবস্টেশন এরিয়ায় বিদ্যুত না থাকায় লাইনম্যান সুজিতকে মারধর করে। গতকাল বিকেল সাড়ে ৩টায় মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে লাল্টুকে আটক করেন। সন্ধ্যায় তার অভিভাবকের জিম্মায় মোচনামা নিয়ে ছেড়ে দিয়েছে। গ্রামবাসী জানায়, গত পরশু শুক্রবার দুপুর ১টার সময় মুন্সিগঞ্জ এলাকায় বিদ্যুত চলে যায়। প্রচণ্ড গরমে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়ে। লাল্টু সাবস্টেশনে গিয়ে গালিগালাজ করতে থাকে। এ সময় লাইনম্যান সুজিতকে মারধর করে। এ ব্যাপারে মুন্সিগঞ্জ এরিয়া অফিসের ইনচার্জ খাইরুল ইসলাম জানান, গত শুক্রবার দুপুর ১টার সময় কুষ্টিয়া গ্রিডের ব্রেকার পুড়ে গেলে বিদ্যুত বন্ধ হয়ে যায়। রাত ১০টার সময় চুয়াডাঙ্গা থেকে সংযোগ দেয়া হয়। বিদ্যুত বন্ধের কারণে লাইনম্যান সুজিতকে মারধর করার অভিযোগে লাল্টুকে পুলিশ আটক করে।