ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ : ঢাকায় স্বস্তির বৃষ্টি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ পার্শ্ববর্তী এলাকায় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ঢাকায় অবশ্য গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সামান্য বৃষ্টিতে স্বস্তি ফিরেছে। চুয়াডাঙ্গায় অস্বস্তির সূচক বেড়েই চলেছে। অথচ তাপমাত্রা মাপার যন্ত্রের পারদ গতকাল পর্যন্ত চুয়াডাঙ্গায় ৩৭ দশমিক ২ ডিগ্রির বেশি চড়েনি। এরপরও এতো গরম কেনো? তীব্র খরায় মাটির রস বাষ্প হয়ে বাতাসকে করে তুলছে ভারী। এ কারণেই দেদারছে ঘামছে মানুষ। বাড়ছে অস্বস্তি। তবে দেশে বিদ্যুত পরিস্থিতির উন্নতি হওয়ায় শহরে হাপিত্যেস তেমন নেই।

গতকাল চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৩৭ দশমিক ২ এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো যশোর ও রাজশাহী ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো রংপুরে ২৩ দমমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সিনপটিক অবস্থা পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করেছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু রেঙ্গুন উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। রাজশাহী, রংপুর, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অ স্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। বরিশাল ও পটুয়াখালী অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং বরিশাল ও ঢাকা বিভাগের কিছু অংশে তা বিস্তার লাভ করতে পারে। এদিকে ঢাকায় ঝরেছে স্বস্তির বৃষ্টি। ভীষণ গরমে জীবন অতিষ্ঠ। এ সময় সন্ধ্যায় ঝরলো স্বস্তির বৃষ্টি। মন ভরে উঠেছিল খুশিতে। বেহিসেবি হাওয়া, বড় বড় ফোঁটার বৃষ্টি দুঃসহ গরমে শান্তির স্পর্শ ছড়িয়ে দিল নাগরিক মনে। অফিস ছুটির পর অনেকেই ভিজে ভিজেই ফিরেছেন বাসায়।