উত্তরা-আগারগাঁও মেট্রোরেল চলবে ২০১৯ সালেই

স্টাফ রিপোর্টার: ঢাকার গণপরিবহণে ২০১৯ সালেই যুক্ত হতে যাচ্ছে মেট্রোরেল। পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের আগে ২০২০ সালের মধ্যেই ঢাকাতে পুরোদমে মেট্রোরেল চালু করবে সরকার। প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও এবং পরে মতিঝিল পর্যন্ত চলবে এ রেল। ২০ দশমিক এক কিলোমিটার দীর্ঘ এ রেলসেবা পাতাল নয়, উড়াল পথেই নির্মিত হবে। এ জন্য ইতিমধ্যে নির্মিতব্য এলাকার স্থান বৃত্তান্ত এবং চলাচল সম্পর্কিত জরিপ সম্পন্ন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ঢাকাতে প্রবাসী কল্যাণ ভবনে ঢাকা ম্যাস ৱ্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের (ডিএমআরটিডিপি) কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। মেট্রোরেল প্রকল্পটি বাস্তবায়ন করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও পরিচালনা করবে সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।