গাংনীর বামন্দীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা : আহত ১০

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন ও গাছের সঙ্গে ধাক্কায় অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর দুটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বাসের চালক মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড পাড়া এলাকার খোকন মিয়া (২৮), হেলপার একই এলাকার এনামুল হক (৩২), বাসযাত্রী মেহেরপুর শহরের কুকু মিয়া (৩৫), বামন্দী ক্যাম্প পাড়া এলাকার বেদেনা খাতুন (৪৫) ও আবুল কাশেমকে (৬৫) বামন্দীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরপুর থেকে কুষ্টিয়ার উদ্দেশে ছেড়ে আসা আল মামুন পরিবহন নামের একটি লোকাল বাস (যার নং মেহেরপুর-০৪-০০৪) বামন্দী বাজারের অদূরে পৌছালে দ্রুত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি সড়কের ডান দিকে একটি নছিমনকে চাপা দিয়ে পার্শ্ববর্তী কড়ই গাছের সাথে ধাক্কা লাগে। নছিমন চালক ধাক্কার আগেই নিরপদে সরে গেলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে গুরুতর আহত হন ছয়যাত্রী। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের চিকৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে যাত্রীদের উদ্ধার করেন। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, বাসটি ঘটনাস্থলেই রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।