কুষ্টিয়ায় ট্রাকশ্রমিক নেতা লাঞ্ছিতের প্রতিবাদে কুষ্টিয়া ও ঝিনাইদহ মহাসড়ক অবরোধ

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ট্রাকশ্রমিক নেতা লাঞ্ছিতের প্রতিবাদে কুষ্টিয়া ও ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ শ্রমিকেরা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, বেলা সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া জেলা ট্রাকশ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ কিছু শ্রমিক জেলা প্রশাসকের সভাকক্ষ থেকে প্রশিক্ষণ কর্মশালা শেষ করে বারান্দায় অবস্থান করছিলেন। এসময় জেলা প্রশাসনের একজন পিয়ন শ্রমিক নেতাদের কথা না বলার জন্য অনুরোধ করে। এ সময় শ্রমিক নেতা ও পিয়নের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় এবং এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে জেলা প্রশাসনের স্টাফ ও শ্রমিকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কুষ্টিয়া ও ঝিনাইদহ মহাসড়কটি বন্ধ করে দেয় বিক্ষুব্ধ শ্রমিকেরা। ট্রাকশ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের দাবি জেলা প্রশাসনের কিছু পিয়ন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিককে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তারই প্রতিবাদে তারা বেলা সাড়ে ৩টা থেকে সড়ক অবরোধ করে রাখে।