দর্শনা অফিস: দেশের রেলপথ উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। তা বাস্তবায়নের লক্ষ্যে শুরু হয়েছে কার্যক্রম। প্রধানমন্ত্রী রেলপথ মন্ত্রণালয়কে পৃথকীকরণের পর থেকে উন্নয়নের গতি আরো বেড়েছে। এ গতিকে সমুন্নত রাখতে চীন ও হংকংয়ের রেলপথ উন্নয়ন পরিদর্শন করতে ১১ সদস্যের প্রতিনিধি দল চীনের উদ্দেশে রওনা হয়েছেন। নেতৃত্বে রয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য, রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির অন্যতম সদস্য হাজি আলী আজগার টগর। ঢাকা আন্তর্জাতিক বন্দর থেকে গতকাল বৃহস্পতিবার রাত দুটোর ড্রাগন ইয়ার লাইনসে এমপি টগর ১১ সদস্য প্রতিনিধি দল নিয়ে রওনা হন।