যশোরে রেলওয়ের ট্যাংকার থেকে তেল উপচে পড়া নিয়ে চাঞ্চল্য

 

স্টাফ রিপোটার: যশোরে রেলওয়ের তেলবাহী ট্যাংকার থেকে তেল উপচে পড়া নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার দুপুরে যশোর রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা অনেকেই ট্যাংকার থেকে পড়া তেল সংগ্রহের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ট্যাংকারটি শীতল করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফলে বড় ধরনের অঘটন এড়ানো সম্ভব হয়েছে। যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, পার্বতীপুরের উদ্দেশে খুলনা থেকে ছেড়ে আসা জ্বালানি তেলবাহী ট্রেনটি বুধবার দুপুরে যশোর রেলওয়ে জংশনে অবস্থান করছিলো। এ সময় ট্রেনের একটি ট্যাংকারের ওপরের ঢাকনা উপচে জ্বালানি তেল গড়িয়ে পড়তে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে তারা সাথে সাথে উর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনাটি জানান। একই সাথে যশোর ফায়ার সার্ভিস স্টেশনেও খবর দেয়া হয়।

স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার আরও জানান, প্রাথমিকভাবে তারা ধারণা করেন, প্রচণ্ড গরমের কারণে এ ঘটনা ঘটতে পারে। এর প্রেক্ষিতে ফায়ার সার্ভিস কর্মীরা এসে ওই ট্যাংকারটিতে পানি ছিটিয়ে শীতল করেন। এরপর তেল পড়া বন্ধ হয়। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। গতকাল বুধবার বিকেলে ট্রেনটি পাবর্তীপুরের উদ্দেশে যাত্রা করেছে।