জলবায়ুর ক্ষতিপূরণ না দিলে তুলকালাম কাণ্ড ঘটে যাবে

 

স্টাফ রিপোটার: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জলবায়ুর ক্ষতিপূরণ না দিলে তুলকালাম কাণ্ড ঘটে যাবে। তিনি বলেন, সরকারের উচিত হবে উন্নত বিশ্বের কাছে জলবায়ুর ক্ষতিপূরণ দাবি করা। আমরা ক্ষতির জন্য ভিক্ষা চাই না। আমাদের যে ক্ষতি করা হয়েছে তার ক্ষতিপূরণ চাই। এ বিষয়ে জনগণকে সাথে নিয়ে সরকারকেই আওয়াজ তুলতে হবে। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ঢাকায় দুর্যোগ ঝুঁকি: শিশুদের ভাবনা শীর্ষক প্রামাণ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা আহছানিয়া মিশন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও পরিপ্রেক্ষিত।