পূর্ণ শক্তির দল নিয়েই আসছেন ধোনি-কোহলি

মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে পূর্ণশক্তির দল নিয়েই বাংলাদেশে আসছে ভারত। বাংলাদেশ সফরের জন্য গতকাল বুধবার দল ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড। তবে দীর্ঘ ক্রিকেট খেলার কারণে ছুটি চেয়ে যে আবেদন করেছিলো দলের সিনিয়র খেলোয়াড়রা সেই ছুটি মঞ্জুর করেনি বোর্ড। তাই তো বাংলাদেশের বিপক্ষে খেলতে আসতে হচ্ছে ধোনি-কোহলিদের। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। আর ওয়ানডেতে মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে ভারত।

এদিকে ভারতের টেস্ট  দলে জায়গা পেয়েছেন হরভজন সিং। আগামী মাসের ৭ তারিখে বাংলাদেশে আসবে ভারত। ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দর অশ্বিন, হরভজন সিং, কার্ন শর্মা, ভূবনেশ্বর কুমার, উমেশ যাদব, বরুন অ্যারন, ইশান্ত শর্মা। ভারতের ওয়ানডে দল: এমএস ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রাইনা, আম্বাতি রাইডু, রবিচন্দর অশ্বিন, রবিন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, ভূবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি, ধাওয়াল কুলকার্নি।

Leave a comment