দামুড়হুদার নাটুদাহ কেমিক্যাল মুক্ত আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ভ্রাম্যমান/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার নাটুদাহ কার্বাইড কেমিক্যাল ও সকল প্রকার রাসায়নিক মুক্ত আমগাছ থেকে আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কেমিক্যাল দিয়ে আম না পাকানোর শর্তে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদার জগন্নাথপুর হাজি মো. সিদ্দিক মিয়ার আমবাগানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা মুজিবনগর আমচাষি ও ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ফারুক সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুফি মো. রফিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, নাটুদাহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা মুজিবনগর আমচাষি ও ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন।