ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকায় নির্মাণাধীণ পানির ট্যাংকিতে পড়ে বিথী নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার ভাড়াটিয়া সুজাত মোল্লার মেয়ে। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিকেলে বিথী বাড়ির পাশে খেলছিল। খেলার এক পর্যায়ে নির্মাণাধীন পানির ট্যাংকিতে পড়ে যায়। সেসময় তার সাথে থাকা আর একটি শিশু পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। বিথীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।