চুয়াডাঙ্গায় নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন শীর্ষক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক

 

সমান সুযোগ দিয়ে নারীদেরকে মানব সম্পদে পরিনত করতে হবে

ডিঙ্গেদহ প্রতিনিধি: দেশের অর্ধেক জনগোষ্ঠি নারী। তাই নারীদের পেছনে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার নারীদের উন্নয়নে নারী উন্নয়ন নীতিমালাসহ বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। নারীরা বর্তমানে সকল কর্মকান্ডে এগিয়ে আসলেও কাঙ্খিত জায়গায় আসতে পারেনি। আমাদের দেশে এখনও নারী পুরুষের বৈষম্য বিদ্যমান। কে ছেলে কে মেয়ে এটা দেখার বিষয় নয়। নারীরা সমাজের বোঝা নয় সমান সুযোগ দিলে নারীরা দেশের মানব সম্পদে পরিণত হবে এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এজন্য দরকার দেশের সকল মানুষের সহযোগিতা।

গতকাল বুধবার সকাল ১০টায় প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার সভাকক্ষে এডাব জেলা শাখা কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আনজুমান আরা প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। এডাব জেলা শাখার সভাপতি ও প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, এডাব খুলনা বিভাগীয় সমন্বয়কারী রেজাউল করিম। এডাব জেলা কমিটির সম্পাদক ও পাস,র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেনের উপস্থাপনায় প্রবন্ধ পাঠ করেন আত্মবিশ্বাসের প্রকল্প সমন্বয়কারী শাহেদ হাসান হালিম। আরও বক্তব্য রাখেন জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নুরুন্নাহার কাকলী, জিসিএ সভাপতি হাজী ওয়ালিউর রহমান টুল্লু, সেক্রেটারি হানিফা বেগম, সদস্য মাহাবুব উল আলম, স্টেপস প্রতিনিধি ইমাম হোসেন, সততার নির্বাহী পরিচালক নুরুন্নবী, সিডিএফ,র সমন্বয়কারী আসমা চুমকী, আকাঙ্ক্ষার নির্বাহী পরিচালক শাহিন সুলতানা মিলি, উদীচীর সভাপতি অ্যাড. নওশের আলী।