মেহেরপুরে জমিজমা নিয়ে বিরোধ : নারী ও শিশু নির্যাতন মামলা

মেহেরপুর অফিস: স্বামীর রেজিষ্ট্রি করে দেয়া জমি সতিনের সন্তানরা জোর করে ভোগ দখল করার জন্য ভয়ভীতি দেখিয়ে গ্রামছাড়া করেছে। এ অভিযোগ তুলে মেহেরপুর গাংনী উপজেলার কচুইখালী জুগিন্দা গ্রামের তাহারন খাতুন সতিনের ছেলে ও বউয়ের নামে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণে জানা যায়, গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কচুইখালী যুগিন্দা গ্রামের আব্দুল জলিল দেড় বিঘা জমি রেজিষ্ট্রি করে দিয়ে তাহারন খাতুনকে বিয়ে করে। ২ বছর আগে স্বামী আব্দুল জলিল মারা যাওয়ার পর থেকে স্বামীর আগের পক্ষের সন্তান তাছেন, তার ছেলে মখলেছ ও স্ত্রী লতিফন নেছা ওই দেড়বিঘা জমি ফেরত পেতে নানা অপকৌশল করতে থাকে। তারা তাহারনকে ও তার আগের পক্ষের মেয়েকে মারধর করে। চুল টেনে ধরে বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটিয়ে বের করে দেয়। পরে স্থানীয়রা তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়। পরে তাহারনের বাবার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। এ বিষয়ে গাংনী থানায় মামলা দিতে গেলে থানা মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেয়। মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন তাহারন। মামলায় আসামি করা হয়েছে- স্বামী আব্দুল জলিলের আগের পক্ষের ছেলে তছেন, তছেনের ছেলে মখলেছ ও তছেনের স্ত্রী লতিফন নেছাকে। আদালত গাংনী থানা পুলিশকে বিষয়টি তদন্তের আদেশ দিয়েছেন।