দর্শনা কাস্টমসে ৬৬ লাখ টাকার ভারতীয় মালামাল ধ্বংস

দর্শনা অফিস: দামুড়হুদা তথা জেলার বিভিন্ন সীমান্ত থেকে বিজিবি-পুলিশের হাতে উদ্ধারকৃত ভারতীয় মালামাল জমা রাখা হয় দর্শনা কাস্টমস সার্কেলের গোডাউনে। জমাকৃত মালামালের মধ্যে টেণ্ডারের প্রকাশ্য নিলামের মাধ্যমে সরকারের খাতায় জমা হচ্ছে প্রচুর অর্থ। এছাড়া নিলামে বিক্রি অনুপোযোগী দেশে নিষিদ্ধ মালামাল প্রায় ধ্বংস করা হয়ে থাকে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে কাস্টমস এলাকায় গভীর গর্ত খনন করে ভারতীয় কীটনাশক, ওষুধ, সিগারেট, ক্যামিকেল দ্রব্যসহ ভারতীয় ৬৫ লাখ ৭৫ হাজার ৮শ ৬৬ টাকার মালামালে আগুন ধরিয়ে দেয়া হয়। পরিবেশ দূষনমুক্ত রাখতে মাটি চাপা দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা কাস্টমস সার্কেলের সহকারী কমিশনার কাজি বজলুর রশিদ, ভারপ্রাপ্ত ইনচার্জ কামরুজ্জামান, গোডাউন অফিসার আতিকুর রহমান, দর্শনা বিজিবি কমান্ডার সুবেদার রবিউল ইসলাম, দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের এসএসআই শাহীন হোসেন প্রমুখ।