নিহতের লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের নিকট হস্তান্তর
দামুড়হুদা প্রতিনিধি: দর্শনা দক্ষিণচাঁদপুরের আড়ত থেকে লক্ষাধিক টাকা চুরি করে পালানোর সময় দামুড়হুদা ব্র্যাক মোড়ে আছড়ে পড়ার পর ধরা পড়ে প্রাণ হারানো শাদ আলীর মৃতদেহ তার নিকটজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালমর্গে ময়নাতদন্ত শেষে মৃতদেহ তার স্ত্রীর রিনা খাতুনের নিকট হস্তান্তর করে পুলিশ।
অপরদিকে সূত্র বলেছে, গণপিটুনিতে যতোটা আঘাত হয়েছে তার চেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয় সে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে আছড়ে পড়ে। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ার কারণেই মৃত্যু হয়েছে বলে চিকিৎসকসূত্রে জানা গেছে।
দামুড়হুদার দর্শনা দক্ষিণচাঁদপুরে আড়তের ক্যাশবাক্স ভেঙে সংঘবদ্ধ চোরচক্রকর্তৃক টাকা চুরির মামলায় আটক দামুড়হুদা দশমীপাড়ার মৃত ফরুর ছেলে মালেক ও পাবনা জেলার আতাইকোলার লক্ষ্মীকোল গ্রামের রহিমের ছেলে রুবেলকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা মডেল থানার এসআই আবু জাহের ভূইয়া গতকাল সোমবার সকালে আটক দুজনকে আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের উভয়কেই জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত শাদ আলীর লাশের ময়নাতদন্ত শেষে তার পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা। শাদ আলীকে নিজ গ্রামে দাফন সম্পন্ন হবে বলে তার স্বজনদের সূত্রে জানা গেছে। নিহতের শাদ আলীর স্ত্রী জানান সে আম, কাঁঠাল, তরমুজ, লিচুসহ বিভিন্ন ফলের ব্যবসা বিভিন্ন সময় করতো। গত বৃহষ্পতিবার বাড়ি থেকে বের হয় লিচু কেনার উদ্দেশে। তার পর খবর পেলাম শাদ আলীকে চোর সন্দেহে তাকে গনপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে। নিহত শাদ আলীর রয়েছে ২ ছেলে ও ১ মেয়ে বড় ছেলে সাজ্জাদ এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। মেয়ে চম্পা নবম শ্রেণির ছাত্রী। ছোট ছেলে আসাদের বয়স চার বছর।
উল্লেখ্য, গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা দক্ষিণচাঁদপুরের মসজিদ মার্কেটের তানজিল এন্টার প্রাইজ নামক একটি আড়তের ক্যাশবাক্স ভেঙে সংঘবদ্ধ চোরচক্র ১ লাখ ২৭ হাজার ৮শ টাকা চুরির পালিয়ে যাওয়ার সময় দামুড়হুদা ব্র্যাকমোড়ে পৌঁছুলে জনতার প্রতিরোধের মুখে সংঘবদ্ধ চোরচক্র চলন্ত সিএনজি থেকে লাফ দিয়ে দু চোর পালিয়ে গেলেও শাদ আলী ওরফে চাঁদ আলী নামের এক চোর পিচরোড়ে আচড়ে পড়ে রক্তাক্ত জখম হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পৌঁছে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে এবং সন্ধ্যা সোয়া ৬টার দিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহত শাদ আলী ওরফে চাঁদ আলী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ঝাউগ্রামের রহিম শাহ’র ছেলে। এর আগে দুপুর ১টার দিকে দামুড়হুদার কোষাঘাটাস্থ বকুল মিয়ার ইটভাটার অদূরে মাঠে থাকা স্থানীয় লোকজন পালিয়ে যাওয়া দু চোরের মধ্যে রুবেলকে টাকার ব্যাগসহ পাকড়াও করে। এ সময় দামুড়হুদা দশমীপাড়ার মৃত ফরুর ছেলে মালেক ওই টাকার ব্যাগ নিজ হেফাজতে নেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলকে আটক করে এবং তার কাছে থাকা টাকার কথা জিজ্ঞাসা করলে উপস্থিত লোকজন বলে ওই টাকার ব্যাগ মালেকের কাছে। পুলিশ তাৎক্ষণিকভাবে মালেককে আটক করে। কিন্তু তাকে আটক করার আগেই ওই টাকার ব্যাগ তার অপর সহযোগী দামুড়হুদা বসুতিপাড়ার মোংলার ছেলে আজিবার নিয়ে সটকে পড়ে। পুলিশ শেষমেশ রুবেল ও মালেককে আটক করে থানায় নেয় এবং মালেকের কাছ থেকে ২ হাজার ২০০ টাকা উদ্ধার করে। রাত সাড়ে ১০টার দিকে ক্ষতিগ্রস্ত আড়ত ব্যবাসীয় তানজিল বাদী হয়ে মালেক, আজিবার, নিহত চাঁদ আলী ও অপর দু চোর রুবেল ও পলাতক বাবলুর নামে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন।
দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান বলেন, নিহতের লাশের ময়নাতদন্ত শেষে তার নিকটজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার আর কেউ আটক হয়নি। এছাড়া চুরি হওয়া ১ লাখ ২৭ হাজার ৮শ টাকার মধ্যে মালেকের কাছ থেকে ২ হাজার ২শ এবং নিহত শাদ আলী কাছ থেকে ২৮ হাজার ৪শ মোট ৩০ হাজার ৬শ টাকা উদ্ধার হয়েছে। বাকি টাকা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পলাতক আজিবারকে টাকা দর্শনায় বুঝে দিয়ে আসা লাগবে। এ বিষয়ে কোনো ছাড় নেই।