দামুড়হুদার পোড়াপাড়া সড়কের ধারে পড়ে থাকা নিহত বাঘডাসার অঙ্গকর্তন : রোমহর্ষক কাহিনী উন্মোচন

বখতিয়ার হোসেন বকুল : দামুড়হুদার পোড়াপাড়া সড়কের ধারে পড়ে থাকা নিহত বাঘডাসাটির লিঙ্গ কেটে নেয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। গতকাল সোমবার সকালে মরে পড়ে থাকা বাঘডাসাটি কোনো যানবাহনে চাপা পড়ে মরেনি তো? এমন প্রশ্ন উঠতেই স্থানীয় কয়েকজন মরা বাঘডাসাটি উল্টেপাল্টে দেখলেন কিন্তু কোথাও কোনো আঘাতের চিহ্ন পেলেন না। অর্থাৎ কোনো যানবাহনে চাপা পড়েনি। তাহলে এই বাঘডাসাটিকে কারা মারলো এবং কেন মারলো? আর এর লিঙ্গই বা গেলো কোথায়? এমন নানা প্রশ্ন যখন এলাকাবাসীর মধ্যে দানা বাঁধতে শুরু করেছে তখন জনৈক এক ব্যক্তি বললেন তার ধারণা সংঘবদ্ধচক্র এ কাজ করেছে। বিষয়টি শোনার সাথে সাথে মনে পড়ে গেল মাস দুয়েক আগে ঘটে যাওয়া ঠিক এরকমই এক ঘটনার কথা। দামুড়হুদার জয়রামপুর মল্লিক পাড়ার ম্যাগা নামের এক ব্যক্তি ওই এলাকার জমাত আলী নামের এক সিএনজি চালকের পোষা কুকুরকে পাউরুটির সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে নিয়ে যায় পার্শবর্তী মাঠের এক আমবাগানে। সেখানে ওই কুকুরের লিঙ্গ কেটে নেয়া হয়। বিষয়টি জানাজানি হয়ে পড়লে বেরিয়ে আসে এক রোমহর্ষক কাহিনির কথা। জয়রামপুর মল্লিক পাড়ার ম্যাগাসহ একই পাড়ার ৪/৫ জনের একটি সংঘবদ্ধচক্র মাস তিনেক আগে এলাকার বেশকিছু লোকজনের সাথে বলে মল্লিকপাড়ার মানিক মিয়ার পুকুরে ৩ ঘড়া সোনার মোহর আছে। কিন্ত ওই সোনার মোহর তুলতে মসজিদের মাটি, পতিতালয়ের মাটি, পোষা কুকুরের লিঙ্গ, বাঘা প্রজাতির বাঘডাসা অথবা বনগাড়ার লিঙ্গসহ বেশকিছু জিনিসি লাগবে এরকম খবর এলকায় চাওর হয়। এর কয়েকদিনের মাথায় সিএনজি চালক জয়রামপুর মল্লিক পাড়ার জমাত আলীর পোষা কুকুরটি মেরে ফেলে লিঙ্গ কেটে নেয় ওই সংঘবদ্ধচক্র। এ নিয়ে এলাকায় কিছুটা তোলপাড় হলেও এলাকার এক প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপে বিষয়টি ধামাচাপা পড়ে যায়। এর দুমাসের মাথায় গতকাল সোমবার সকালে দামুড়হুদা-চুয়াডাঙ্গা সড়কের পোড়াপাড়া-কোষাঘাটার মাঝামাঝি স্থানে সড়কের পাশেই বিলুপ্তপ্রায় একটি বাঘডাসা মরে পড়ে থাকতে দেখে এলাকাবাসী মাথাভাঙ্গার দামুড়হুদা প্রতিনিধিকে খবর দেয়। খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌছানোর পর বাঘডাসাটির ছবি নেয়া হয়। কিন্তু প্রথমে কোন রকম বোঝা যাচ্ছিলো না যে বাঘডাসাটির কে বা কারা লিঙ্গ কেটে নিয়ে গেছে। জয়রামপুর মল্লিকপাড়ায় ঘটে যাওয়া ঘটনার সাথে এ ঘটনার অনেকটাই মিল খুঁজে পাওয়া যায়। তাহলে কি ওই চক্রই এ কাজ করেছে? নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে? বিষয়টি তদন্ত পূর্বক অভিযুক্ত ওই ম্যাগার সাথে সংঘবদ্ধচক্রে কারা জড়িত তাদের আটক করে জিজ্ঞাসাবাদে পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।