ইবির নবনির্মিত শেখ হাসিনা ছাত্রী হলের উদ্বোধন

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবনির্মিত শেখ হাসিনা ছাত্রী হলের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার হলের উদ্বোধন করেন। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দিয়ে হলটি উদ্বোধন করা হলেও পরবর্তীতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে দিয়ে জমকালোভাবে হলটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার।

বিশ্ববিদ্যালয়সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২টার দিকে লাল ফিতা কেটে নবনির্মিত শেখ হাসিনা ছাত্রী হলের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, রেজিস্ট্র্রার ড. মসলেম উদ্দিন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন, শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. এএইচএম আক্তারুল ইসলাম জিল্লু প্রমুখ।

হলসূত্রে জানা গেছে, পাঁচতলা বিশিষ্ট ২৬০ সিটের নবনির্মিত শেখ হাসিনা হলে প্রাথমিক পর্যায়ে মোট ২০০ জন ছাত্রীকে ওঠানো হয়েছে। বাকিদের পরবর্তীতে ওঠানো হবে। এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. এএইচএম আক্তারুল ইসলাম মাথাভাঙ্গাকে বলেন, ২৬০টি আসনের বিপরীতে মোট ২০৩ জন ছাত্রী হলে আসন বরাদ্দের জন্য আবেদন করেছিলো। প্রাথমিক পর্যায়ে মোট দুশ জন ছাত্রীর আসন পূর্ণ হলো। বাকি ৬০ জনকে পর্যায়ক্রমে হলে উঠানো হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিসসূত্রে জানা গেছে, ১১ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে দুশ ষাট আসন বিশিষ্ট পাঁচতলা শেখ হাসিনা হলের (একাংশ) নির্মাণ কাজের জন্য টেন্ডার আহ্বান করা হয় ২০১১ সালে। এতে সর্বনিম্ন দরদাতা হিসাবে কাজ পায় স্থানীয় নির্মাণ প্রতিষ্ঠান ‘কেইএনআইজেভি কন্সট্রাকশন’। ২০১১ সালের ২ আগস্ট থেকে হলের নির্মাণকাজ শুরু হয়। হলটির নির্মাণকাজ শেষ হয় গত বছরের ২৮ জুন।

জানা গেছে, উদ্বোধনের আগে হলের হলরুমে ‘আবাসন-প্রবেশন অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. এএইচএম আক্তারুল ইসলাম জিল্লু। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার, উপউপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আফজাল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রাশিদ আসকারী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন প্রমুখ। আবাসন-প্রবেশন অনুষ্ঠানের মাধ্যমে হলের নবীন ছাত্রীদের হলে থাকার ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়।

উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার মাথাভাঙ্গাকে বলেন, ‘এটা মূলত কোনো উদ্বোধন অনুষ্ঠান ছিলো না। যেসব ছাত্রী হলে সিটের জন্য আবেদন করেছে আজকের অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে হলে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। পরবর্তীতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ হলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে তিনি জানান।