কোটচাঁদপুরে মানববন্ধন-সংবাদ সম্মেলন

 

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুরের রেজাউল পাঠানের বিরুদ্ধে ফুঁসে উঠেছে কোটচাঁদপুরবাসী। গত পরশু শনিবার বিকেলে নারী পূরুষরা একত্রিত হয়ে শহরে মিছিল ও মানববন্ধন করে। মানববন্ধন শেষে সচেতন পৌরবাসীর ব্যানারে পৌর আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক সহিদুজ্জামান সেলিম স্থানীয় পৌর পাঠাগার অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহিদুজ্জামান সেলিম বলেন, একটি বিশেষ বাহিনীর সোর্স হওয়ায় রেজাউল পাঠান তার সহযোগীদের নিয়ে শহরের মানুষের বিভিন্ন ধরণে হুমকি-ধামকিসহ সন্ত্রসী কর্মকাণ্ড দীর্ঘদিন অব্যাহত রেখেছে। পুলিশের সাথে তার সখ্যতা থাকায় ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। প্রশাসনের তদন্তপূর্বক প্রযোজনীয় ব্যবস্থা দ্রুত নেয়ার জন্য অনুরোধ জানান।