লিবিয়ায় বাংলাদেশি শ্রমিক প্রবেশে নিষেধাজ্ঞা

 

স্টাফ রিপোর্টার: লিবিয়ায় বাংলাদেশি শ্রমিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ নিষেধাজ্ঞা লিবিয়ার পূর্বাঞ্চলে কার্যকর হবে বলে জানা গেছে। ওই অঞ্চলের স্থলসীমান্ত, সমুদ্র ও বিমানবন্দর দিয়ে বাংলাদেশি শ্রমিকরা প্রবেশ করতে পারবে না। লিবিয়া সরকারের মুখপাত্র হাতেম উরাইবি বলেন, বাংলাদেশে শ্রমিকদের লিবিয়ায় প্রবেশ করতে দেয়া হবে না। তিনি বলেন, তারা (বাংলাদেশি) লিবিয়ার খামারগুলোতে কাজ করতে আসে। কিন্তু এর পর অবৈধ পথে ইউরোপে যায়। এ নিষেধাজ্ঞা অবৈধ অভিবাসন রোধে সরকারের প্রচেষ্টার অংশ।

উল্লেখ্য, ২০১১ সালে বিদ্রোহীদের হাতে তৎকালীন প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর থেকে লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতা চলছে। দেশটি বর্তমানে পাচারকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। গত মাসে নৌকায় চড়ে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে পাড়ি দেয়ার সময় লিবিয়ার উপকূলে ৯ শতাধিক লোক নিহত হয়। রাজধানী ত্রিপোলি দখলে নিয়েছে একটি গোষ্ঠী। দেশটির পূর্বাঞ্চলের দখলে আছে ক্ষমতাসীনরা।