স্টাফ রিপোর্টার: অলরাউন্ডার লতা মণ্ডলের পারফরম্যান্সে রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ বিকেএসপির বিপক্ষে ১৬৪ রানের বড় জয় পেয়েছে। এ জয়ের ফলে দশ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে লিগে রানারআপ হয় রুপালী ব্যাংকের দলটি। এর আগে ২০ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল শনিবার সাভারে বিকেএসপির মাঠে ঢাকা প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগের খেলায় টস হেরে আগে ব্যাট করতে নামে রুপালী ব্যাংক। ৩৬ রানে দু ওপেনারের উইকেট হারিয়ে পড়া দলটি শেষ পর্যন্ত ২০৬ রানের লড়াকু পুজি পায় লতা মন্ডলের সুবাদে। জবাবে ব্যাট করতে নেমে লতা মণ্ডলের বিধ্বংসী বোলিঙের কারণে উইকেটে স্থায়ী হতে পারেননি বিকেএসপির ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণে স্বাগতিক দলটি ৪২ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। রুপালী ব্যাংক দলের হয়ে লতা মন্ডল ৪.২ ওভারে তিন রানের খরচায় ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কার জিতেন।