নাদালকে হারিয়ে ইতালিয়ান ওপেনের সেমিফাইনালে ওয়ারিঙ্কা

 

মাথাভাঙ্গা মনিটর: সাতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালকে বিদায় দিয়ে ইতালিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন সুইস আট নম্বর স্ট্যান ওয়ারিঙ্কা। ইতালিকোর দর্শকে ঠাসা স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ৭-৬ (৯/৭), ৬-২ গেমে স্প্যানিশ তারকাকে পরাজিত করে প্রথমবারের মতো নাদালের বিপক্ষে ক্লে কোর্টে দারুণ এক জয় তুলে নিয়েছেন ওয়ারিঙ্কা। শেষ চারে তার প্রতিপক্ষ স্বদেশি রজার ফেদেরার।

এ ম্যাচের বিজয়ী রবিবার ফাইনালে সার্বিয়ান নোভাক জকোভিচ এবং স্প্যানিশ ডেভিড ফেরারের মধ্যকার অপর সেমিফাইনালে বিজয়ীর মুখোমুখি হবেন। এরপরেও অবশ্য বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম রোলা গ্যারোতে ফেবারিট হিসেবেই কোর্টে নামবেন নাদাল। কিন্তু ইতালিতে একটু আগে ভাগেই বিদায় নেয়ার পরে নাদালের প্রতিপক্ষদের খুব একটা আত্মতুষ্টিতে ভোগার অবকাশ নেই। প্যারিসে এই টুর্নামেন্ট শুরু হতে আর ১০ দিনও বাকি নেই। ম্যাচ শেষে সুইস প্রতিপক্ষের প্রশংসা করতে ভুল করেননি নাদাল, ‘এখানে আমি যেভাবে খেলেছি তাতে খুব একটা অখুশী নই। কিন্তু আমি মনে করি ওয়ারিঙ্কার মতো প্রতিপক্ষের বিপক্ষে রাতের বেলা খেলা কিছুটা কঠিন।