মাথাভাঙ্গা মনিটর: কিংস ইলেভেন পাঞ্জাবকে সহজেই হারিয়ে এবারের আইপিএলে শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছে চেন্নাই সুপার কিংস। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ১৯ বল হাতে রেখে ৭ উইকেটে জয় তুলে নেয় চেন্নাই। টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩০ রান করে পাঞ্জাব। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন ৭ নম্বরে ব্যাট করতে নামা অক্ষর প্যাটেল। চেন্নাইয়ের পাওয়ান নেগি সর্বোচ্চ ২ উইকেট নেন। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে চেন্নাই। ৪১ বলে ৫৫ রান করেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফাফ দু প্লেসি। ৩৪ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন সুরেশ রায়না। ম্যাচ সেরার পুরস্কার জেতেন চেন্নাইয়ের নেগি। লিগ পর্বের ১৪ রাউন্ড শেষে শীর্ষে থাকা চেন্নাইয়ের পয়েন্ট ১৮। ১৩ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পয়েন্ট ১৫। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কোলকাতা নাইট রাইডার্স।