স্টাফ রিপোর্টার: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা রোধকল্পে গতকাল শনিবার ইজিবাইক,টেম্পু, থ্রি-হুইলার, মাহেন্দ্র, চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা ট্রাফিক অফিস এ প্রশিক্ষণের আয়োজন করে। অনুষ্ঠানে দু শতাধিক চালককে প্রশিক্ষণ প্রদান করেন ট্রাফিক ইন্সপেক্টর সালাহ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সার্জেন্ট গৌরাঙ্গ পাল, জেলা মাহেন্দ্র মালিক সমিতির সভাপতি লিটন মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, অটো টেম্পু মালিক সমিতির সভাপতি ইসাহাক আলীসহ প্রমুখ।