স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সংক্রামক রোগ প্রতিরোধ, প্রতিকার ও চিকিৎসা বিষয়ক জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিদপ্তর এ সেমিনারের আয়োজন করে।
চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাউল হক। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এহসানুল হক মাসুম, সউদ কবির মালিক জন, সাইদুর রহমান শামীম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সদর উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক লিয়াকত আলী। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদ রানা, মেডিকেল অফিসার ডা. আলী হোসেন, ফারহানা ওয়াহিদ তানি, ফারহানা নার্গিস, শামীমা ইয়াসমিন প্রমুখ। সেমিনারে ১০ জন নার্স, ১০ জন সেকনো ও ৩০ জন স্বাস্থ্যকর্মী অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক হামিদুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আমিরুল ইসলাম।