আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কেশবপুর গ্রামের আদম ব্যবসায়ী দালাল আবুজেলের বিরুদ্ধে দু যুবককে মরিশাসে নিয়ে যাবার জন্য টাকা নিয়ে কাতার ও ওমানের জালভিসা দেবার অভিযোগ উঠেছে। বিদেশে যাওয়ার উদ্দেশে দু যুবক ঢাকায় গিয়ে জানতে পারে তাদেরকে জালভিসা দিয়েছে। বিষয়টি জানার পর বাড়ি ফিরে আসে। আদমব্যবসায়ী দালাল আবুজেল তাদের টাকা ফেরত দেবে বলে কয়েক বছর ধরে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। তাদের টাকা ফেরত না দেয়ায় থানায় অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারসূত্রে জানা গেছে, আলমডাঙ্গার কেশবপুর গ্রামের মৃত বিকুল মণ্ডলের ছেলে আবুজেল গত ৩ বছর আগে একই গ্রামের মহাবুল ইসলামের ছেলে জিনারুল (৩০) ও মোড়ভাঙ্গা গ্রামের রহমান আলীর ছেলে চাঁদ আলীকে (২৭) মরিশাসে নিয়ে যাবে বলে প্রলোভন দেখায়। তার প্রলোভনে পড়ে ওই দুজনের পরিবার তাকে সাড়ে ৩ লাখ টাকা করে ৭ লাখ টাকা দেয়। তাদের দুজনের কাছ থেকে টাকা নেয়ার পর আজ নয় কাল করে তাদেরকে ঘুরাতে থাকে। এক পর্যায়ে আবুজেল ওই দুজনকে কাতার ও ওমানের ভিসা দেয়। ভিসা নিয়ে ঢাকায় যাবার পর তারা জানতে পারে তাদেরকে আবুজেল যে ভিসা দিয়েছে সেটা জাল। পরে তারা ঢাকা থেকে বাড়ি ফিরে এসে তাদের পরিবারের লোকজনকে জানালে তারা আবুজেলের কাছে টাকা ফেরত চায়। এ নিয়ে বেশ কয়েকবার সালিসসভাও হয়েছে। অবশেষে কোনো পথ না পেয়ে আবুজেলের নামে থানায় অভিযোগ দেয়া হয়েছে। এভাবে প্রতারণা করায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের নিকট আবুজেলের শাস্তির দাবি করেছে।