বিএমডিএফ’র ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক সস্ত্রীক আলমডাঙ্গা পৌরসভার বিভিন্ন প্রকল্প পরিদর্শন

বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলাপমেন্ট ফান্ড- বিএমডিএফ’র ব্যবস্থাপনা পরিচালক কেএম নূরুল হুদা সস্ত্রীক আলমডাঙ্গা পৌরসভার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী হুসনে আরা হুদা, আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহিউদ্দীন, কাউন্সিলর কাজী সাচ্চু, দীনেশ কুমার বিশ্বাস, আলাল আহমেদ, আহমেদ হাসিব রেজা, ইলিয়াস হোসেন, শরিফুল ইসলাম রিফাত, নাসির উদ্দীন, মনোয়ারা বেগম, পৌর সচিব শফিকুল আলম, প্রকৌশলী তসলিম উদ্দীন, সহকারী প্রকৌশলী আবুল কাশেম, পৌর প্রধান সহকারী নাসিম উদ্দীন, হিসাবরক্ষক আবুল কালাম আজাদ, হিসাবসহকারী আব্দুল জব্বার লিপু প্রমুখ। এ সময় তিনি পৌর শিশুপার্কের নির্ধারিত স্থান, পৌর মার্কেটের স্থান ও কাঁচাবাজারের টিনসেড মার্কেট পরিদর্শন করেন। -বিজ্ঞপ্তি।