চুয়াডাঙ্গায় স্বাস্থ্য বিভাগে ৪১টি পদের বিপরীতে চাকরির আবেদন প্রায় চার হাজার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের আওতাধীন স্বাস্থ্য বিভাগে ছয়টি ক্যাটাগরিতে ৪১টি পদের বিপরীতে প্রায় ৪ হাজার চাকরির আবেদনপত্র জমা পড়েছে। সবচেয়ে বেশি আবেদন স্বাস্থ্য সহকারী পদে ২৬টির বিপরীতে প্রায় ৩ হাজার। গতকাল বৃহস্পতিবার থেকে আবেদনপত্র যাচাই বাছাইয়ের কাজ শুরু করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ মে চুয়াডাঙ্গার চারটি উপজেলায় স্বাস্থ্য বিভাগে বিভিন্ন পদে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিলো। এর মধ্যে ২৬টি স্বাস্থ্য সহকারী পদের বিপরীতে দু হাজার ৯১৪টি, ৯টি অফিস সহায়ক পদে ৯২৪টি, ৩টি আয়া পদে ৪৮টি, ১টি ড্রাইভার পদে ১৩টি, ১টি কুক মশালচি পদে ১০টি ও ১টি পরিচ্ছন্নতাকর্মী পদে ১২টি আবেদনপত্র জমা পড়েছে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম আবেদনপত্রগুলো যাচাই-বাছাইয়ের জন্য ডা. রতন কুমার সিংহকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছেন। যাচাই-বাছাই কমিটির কমিটির সভাপতি চুয়াডাঙ্গা বক্ষব্যাধি হাসপাতালের কনসালটেন্ট ডা. রতন কুমার সিংহ জানান, আবেদনপত্রগুলো গতকাল বৃহস্পতিবার থেকে যাচাই-বাছাই শুরু করা হয়েছে। যাচাই-বাছাই শেষ হলে পরবর্তী কার্যক্রমগুলো করা হবে।