কাবুলে গেস্ট হাউজে তালেবান হামলায় বিদেশিসহ নিহত ১৪

মাথাভাঙ্গা মনিটর: কাবুলের একটি গেস্ট হাউসে তালেবানদের হামলায় বিদেশিসহ ১৪ জন নিহত হয়েছেন। গত বুধবার স্থানীয় সময় রাত ৮টার দিকে তালেবান বন্দুকধারীরা কাবুলের কলোলা পুশতা এলাকার পার্ক প্যালেস গেস্টহাউসটিতে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। গেস্ট হাউসটি বিদেশিদের কাছে জনপ্রিয় ছিলো। হামলার সময় গেস্ট হাউসটিতে একটি কনসার্ট উপলক্ষে বেশ কিছু বিদেশি নাগরিক একত্রিত হয়েছিলেন। এদের মধ্যে দুজন ভারতীয় ও একজন মার্কিন নাগরিক হামলায় নিহত হয়েছেন। এছাড়াও আরো এক জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন বলে কাবুলের ভারতীয় দূতাবাস জানিয়েছে। গেস্ট হাউসটিতে আফগান গায়ক আলতাফ হুসেনের একটি কনসার্ট হওয়ার কথা ছিলো। অনুষ্ঠানটি দেখার জন্য দেশটিতে অবস্থানরত বিদেশিরাসহ অনেকেই তখন ওই হোটেলে এসেছিলেন। হোটেলে ঢুকেই তেলেবান বন্দুকধারীরা বেশ কয়েকজন দর্শককে জিম্মি করে ফেলে। এরপর তারা হোটেলের ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালাতে থাকে। হোটেল থেকে গুলি ও বোমার বিকট আওয়াজ ভেসে আসে। এর কিছুক্ষণ পরই আফগান পুলিশ এবং নিরাপত্তা রক্ষীরা হোটেল ও এর আশপাশের এলাকা ঘিরে ফেলে। সাত ঘণ্টা ঘিরে রাখার পর বৃহস্পতিবার ভোরে আফগান পুলিশের কমান্ডোরা অভিযান চালায়। এ ঘটনায় ৫৪ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেলেও ১৪ জন নিহত হন।