মাথাভাঙ্গা মনিটর: কাফ ইনজুরির কারণে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল এ আর অংশ নেয়া হচ্ছে না ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেনের। মাত্র একদিন আগে ইংল্যান্ড দলে খেলতে না পারার জন্য আক্ষেপ করেছিলেন কেপি। এবার আইপিএল থেকেও ছিটকে পড়লেন। সারের হয়ে লিস্টারশায়ারের বিপক্ষে ওভালে ৩৫৫ রান করার পরে পিটারসেন আবারো জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছিলেন। কিন্তু সেই ম্যাচেই তিনি ইনজুরিতে আক্রান্ত হন এবং স্ক্যানে তার ইনজুরির মাত্রা ধরা পড়েছে।
ধারণা করা হচ্ছে আগামী দু সপ্তার জন্য তিনি মাঠের বাইরে চলে গেছেন। এর অর্থ হচ্ছে আইপিএল এ আর তার মাঠে নামা হচ্ছে না। আজ শুক্রবার সানরাইজার্সের হয়ে খেলার জন্য পিটারসেনের ভারতে আসার কথা ছিলো। আশা করা হয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে শেষ দুটি ম্যাচে তিনি মাঠে নামবেন। এখন বাধ্য হয়ে ডান হাতি এ ব্যাটসম্যানকে জুলাইতে ক্যারিবিয়ান লিগের জন্য অপেক্ষা করতে হবে। সেখানে তিনি সেন্ট লুসিয়া জুকসের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। সারের হয়ে তার ভবিষ্যত এখনো অনিশ্চিত।
বর্তমানে সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। তারা যদি প্লে-অফ নিশ্চিত করতে পারে তবে দলে পাওয়া যাবে না ট্রেন্ট বোল্ট এবং কেন উইলিয়ামসনকে। আগামী ২১ মে থেকে শুরু হওয়া লর্ডস টেস্টের জন্য এ দু কিউই খেলোয়াড়কে ইংল্যান্ডের উদ্দেশ্যে চলে যেতে হচ্ছে।