বার কাউন্সিলের নির্বাচন পিছিয়ে ২৭ মে

 

স্টাফ রিপোর্টার: আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ও আইন পেশার সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন এক সপ্তাহের জন্য পিছিয়ে আগামী ২৭ মে পুনর্নির্ধারণ করা হয়েছে।ভোটার তালিকায় নিয়ে প্রশ্ন ওঠায় এক আবেদনের প্রেক্ষিতে গকাল মঙ্গলবার  রাতে বার কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। আগামী ২০ মে  এ নির্বাচন হওয়ার কথা থাকলেও ২৭ মে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল। কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আলতাফ হোসাইন বলেন, ভোটার তালিকায় কিছু ত্রুটি হালনাগাদ করার জন্য সর্বসম্মতিক্রমে সভায় নির্বাচন পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সভাপতিত্বে কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনসহ নির্বাচিত ১৩ সদস্য এতে উপস্থিত ছিলেন। প্রতি তিন বছর অন্তর অন্তর বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে সারাদেশের ৪৮ হাজার ৪৬৫ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

Leave a comment