রাজশাহীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : চিকিৎসাধীন প্রশিক্ষকও মারা গেছেন

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীর শাহ্ মখদুম (রহ.) বিমানবন্দরে বাংলাদেশ ফ্লাইং একাডেমির সেনা প্রশিক্ষণ বিমান গত ১ এপ্রিল বুধবার বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত প্রশিক্ষক লে. কর্নেল (অব.) সাঈদ কামাল সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সাঈদ কামালের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ১ এপ্রিল দুপুর ১টা ৫৮ মিনিটে শাহ্ মখদুম বিমানবন্দরের রানওয়ের দক্ষিণ দিকের পূর্ব-পার্শ্বে সেনা প্রশিক্ষণের একটি বিমান বিধ্বস্ত হলে  প্রশিক্ষণার্থী তামান্না রহমান (২২) ঘটনাস্থলে নিহত এবং তার প্রশিক্ষক লে. কর্নেল (অব.) সাঈদ কামাল গুরুতর আহত হন। দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন পাঁচিল টপকে ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ প্রশিক্ষক সাঈদ কামালকে প্রশিক্ষণ বিমান থেকে টেনে বের করেন। পরে ঘটনাস্থলের প্রায় এক/দেড় কিলোমিটার দূরের বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা গিয়ে তাকে রাজশাহী সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের একদল চিকিৎসক গিয়ে তাকে দেখেন। ওই চিকিৎসক দলের একজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছিলেন, দগ্ধ প্রশিক্ষকের শ্বাসনালীসহ শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে। এরপর বিকেল সাড়ে চারটার দিকে এয়ারবাসে করে তাকে ঢাকায় পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার তিনি মারা যান।