জীবননগরে অপহরকচক্রের কবল থেকে অপহৃতের পলায়ন

জীবননগর ব্যুরো: জীবননগরে অপহরকচক্রের হাত থেকে কৌশলে পালিয়ে এসে নিজেকে রক্ষা করেছে অপহৃত আমান উল্লাহ রাজ (১০)। গতকাল বুধবার দুপুরে উপজেলা শহরের হাসপাতালপাড়ায় অপহরণের এ ঘটনা ঘটে।

অভিযেগে জানা যায়, দৈনিক ভোরের কাগজের স্থানীয় প্রতিনিধি সার ও কীটনাশক ব্যবসায়ী মামুন-উর-রহমানের ছেলে অকলিমা প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র আমান উল্লাহ রাজ শাপলাকলিপাড়ার বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশে দুপুরে বাইসাইকেলযোগে হাসপাতালপাড়ায় যাচ্ছিলো। আকলিমা প্রি-ক্যাডেট স্কুলের নিকট পৌঁছুলে অজ্ঞাতনামা দু যুবক কৌশলে তাকে স্থানীয় কবরস্থানে নিয়ে যায়। এ সময় সেখানে পূর্ব থেকে রাখা একটি মাইক্রোবাসে তাকে ওঠানোর চেষ্টা করে। এ সময় রাজ পায়খানা ফেরার নাম করে কৌশলে সেখান থেকে পালিয়ে আসে। ধারণা করা হচ্ছে মুক্তিপণের দাবিতে রাজকে অপহরণ করা করা হচ্ছিলো।

এ ঘটনায় জীবননগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবীর জানান, অভিযোগের তদন্ত করা হচ্ছে।

Leave a comment