জাফরপুরের টেইলার্সের দোকান ভাঙচুরের ব্যাপারে টোকনের ভিন্নমত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জাফরপুর মোড়ের টেইলার্সের দোকান ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। ওই ঘটনায় আহত জাহিদ হাসান টোকন বাদী হয়ে থানায় মামলা করেছেন। তিনি বলেছেন, ভাঙচুরের বিষয়ে কিছু জানি না, কিন্তু কথা কাটাকাটির এক পর্যায়ে টেইলার্স মালিক তরিকুল ইসলামসহ বিএনপির লোকজন আমাকে মারধর করেন। আমি হাসপাতালে চিকিৎসা নিই।

সূত্রমতে, গত মঙ্গলবার রাত ৮টার দিকে তরিকুলের টেইলার্সের দোকানে ভাঙচুর চালায় একদল যুবক। এ বিষয়ে দৈনিক মাথাভাঙ্গায় একটি সংবাদ প্রকাশিত হয়। এ প্রসঙ্গে ঠাকুরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জাহিদ হাসান টোকন বলেন, ওই দিন সন্ধ্যায় রতন মাস্টারের সাথে আমি তরিকুলের দোকানে যাই। সামান্য কথা কাটাকাটি নিয়ে তরিকুলসহ বিএনপির কয়েকজন আমাকে মারধর করেন। আমি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরি। পরে কে বা কারা কী কারণে তরিকুলের দোকানে হামলা চালিয়েছে এ ব্যাপারে আমি কিছু জানি না। তিনি আরো জানান, এ ব্যাপারে রতন মাস্টারও কিছু জানেন না। তরিকুলের কাছে প্রহৃত হওয়ায় জাহিদ হাসান টোকন জানান আমি বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছি।