ছন্দ হারানো ও সম্ভাবনাময় তরুণদের যত্নে বিসিবির উদ্যোগ

 

স্টাফ রিপোর্টার: জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটার এবং সম্ভাবনাময় তরুণদের নিয়ে হাই পারফরম্যান্স ইউনিট গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির ক্রীড়া উন্নয়ন কমিটির সভা শেষে বিসিবির সহসভাপতি মাহবুব আনাম সাংবাদিকদের জানিয়েছেন, আগামী মাস থেকে হাই পারফরম্যান্স ইউনিটের কাজ শুরু হবে। জাতীয় দল থেকে বাদ পড়া এবং জাতীয় দলে খেলার সম্ভাবনা রয়েছে এমন ক্রিকেটাররাই এ ইউনিটে সুযোগ পাবেন। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং নিয়ে তারা লম্বা সময় ধরে অনুশীলন করবেন। হাই পারফরম্যান্স ইউনিটের কোচিং ডিরেক্টর হিসেবে থাকবেন ইংল্যান্ডের সাবেক টেস্ট ক্রিকেটার পল টেরি। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব হ্যাম্পশায়ারের সাবেক এ কোচের সাথে একশ দিনের জন্য চুক্তি করেছে বিসিবি।

মাহবুব আনাম জানান, হাই পারফরম্যান্স ইউনিটে ‘প্লেয়ার ম্যানেজমেন্ট সফটওয়্যার’ ব্যবহার করা হবে। ক্রিকেটার যাবতীয় তথ্য বিশেষ করে তাদের চোট ও অনুশীলন সবকিছুই নিয়ন্ত্রণ করা হবে এ সফটওয়্যারের মাধ্যমে। হাই পারফরম্যান্স ইউনিটে বাড়তি গুরুত্ব পাবেন পেসাররা।