চুয়াডাঙ্গা তিতুদহে ডাকাতদলের হানা : প্রতিরোধের মুখে দুটি বোমা বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের কলাগাছি গ্রামে সংঘবদ্ধ ডাকাতদল হানা দেয়। গ্রামবাসীর প্রতিরোধের মুখে ডাকাতদল দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে গ্রামবাসী জানিয়েছে।

গ্রামবাসী জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সংঘবদ্ধ মুখোশধারী ডাকাতদল চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কলাগাছি গ্রামের সুবল ঘোষের ছেলে রাজের বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতদল রাজ বাড়িতে আছে কি-না জানতে চায়। বাড়ির লোকজন ঘরের গ্রিল না খুলে চিৎকার দিতে থাকে। এ সময় গ্রামবাসী প্রতিরোধ গড়ে তুললে পিছু হটে ডাকাতদল। চলে যাওয়ার সময় ডাকাতেরা এলাকায় ভীতি সৃষ্টি করতে কলাগাছি খালের ওপর ব্রিজে দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায় বলে গ্রামবাসী জানায়। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি লিয়াকত হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই।