চুয়াডাঙ্গায় জুয়েলারি দোকানে ভ্রাম্যমাণ আদালত জরিমানা : প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের বড়বাজারের জুয়েলারি দোকানে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন জুয়েলারি ব্যবসায়ীরা। গতকাল বুধবার বিকেলে তারা বিক্ষোভ দেখিয়েছেন। তাদের দাবি ভ্রাম্যমাণ আদালতের নামে জেলা প্রশাসন তাদেরকে হয়রানি করছে। ভবিষ্যতে তাদেরকে হয়রানি করলে বৃহত্তর আন্দোলনে নামারও হুমকি দেন জুয়েলারি সমিতির নেতৃবৃন্দ।

জানা গেছে, গতকাল বুধবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের তিনটি জুয়েলারি দোকানে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসফিকুল হালিম ও জেসমিন নাহারের নেতৃত্বে জেলা শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ আদালত সাইফুল ইসলামের তামিম ভাইস কাটিং হাউসকে ২ হাজার টাকা, মায়া জুয়েলার্সে দেড় হাজার টাকা এবং এএনআর জুয়েলার্সকে আড়াই হাজার টাকা জরিমানা করেন। ডিলিং লাইসেন্স না থাকার অপরাধে এদের জরিমানা করা হয় বলে ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা যায়। এরপরই ক্ষুব্ধ জুয়েলারি ব্যবসায়ীরা রাস্তায় বেরিয়ে পড়েন। তারা জরিমানা করার প্রতিবাদে জেলা শহরে বিক্ষোভ করেন। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন জেলা মার্কেটিং অফিসার আব্দুর রহীম ও সদর থানার এএসাআই বেলাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স।