কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার সদর উপজেলার বারুইপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে আমিরুল ইসলাম (৫০) নামে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার ভোরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার করিমপুর ইউনিয়নের বারুইপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালমর্গে পাঠিয়েছে পুলিশ।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি শফিকুল ইসলাম জানান, ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ময়নাল বিশ্বাস ও সুলতান বিশ্বাসের মধ্যে বিরোধ চলে আসছিলো। এর আগেও দু পক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরই জের ধরে গতকাল বুধবার ভোরে উভয়পক্ষ আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এ সময় বাড়ি ঘর ভাঙচুরের ঘটনা ঘটে। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে ময়নাল বিশ্বাসপক্ষের আমিরুল ইসলামকে চিকিৎসক মৃত ঘোষণা করে। বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।