মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে দু মাদকসেবীর কারাদণ্ড

 

মেহেরপুর অফিস: গাঁজাসেবন ও বিক্রির দায়ে মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালত আলামিন (৩৬) ও জনি (৩০) নামের দুজনকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হাসান তার নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দণ্ডাদেশ দেন।

                ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরো জানা যায়, এর আগে সকালে মেহেরপুর সদর থানা পুলিশের এসআই ফারুক ও এএসআই অর্জুনের নেতৃত্বে পুলিশ মেহেরপুর শহরের নতুনপাড়া (পৌর কলেজপাড়া) এলাকা থেকে গাঁজা সেবন করার সময় ওই এলাকার আলী হোসেনের ছেলে আলামিন ও ওয়াদুদের ছেলে জনিকে আটক করে। পরে তাদের দুজনকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। এ সময় তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই রায় দেন। গতকালই তাদের দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।