দর্শনা পৌরসভায় এডিপি কাজের টেন্ডার : মেয়রের একক সিদ্ধান্তের অভিযোগ কাউন্সিলরদের

দর্শনা অফিস: উন্নয়নমূলক কাজের জন্য এডিপি বরাবরই আর্থিক সহায়তা করে থাকে। এবার দর্শনা পৌর এলাকার উন্নয়নের জন্য প্রায় ৬৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এ বরাদ্দকৃত টাকা পৌরসভার সবকটি ওয়ার্ডের কাউন্সিলরকে সাথে নিয়ে মাসিক সভার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হয়ে থাকে। এবার মেয়র মহিদুল ইসলাম ও প্যানেল মেয়র শরীফ উদ্দিনই সিদ্ধান্ত নিয়েছেন। ৬৫ লাখ টাকার মধ্যে ২৫ লাখ টাকার টেন্ডারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন মেয়র মহিদুল ইসলাম। পৌর এলাকার ৫, ৮ ও ৯ নং ওয়ার্ডের রাস্তা মেরামতসহ বিভিন্ন কাজের জন্য ২৫ লাখ টাকার টেন্ডারের সিডিউল আজ বুধবার অফিস চলাকালীন সময় বিক্রি করা হবে। মেয়র মহিদুল ইসলাম ও প্যানেল মেয়র শরীফ উদ্দিনের এ সিদ্ধান্তে চরমভাবে ক্ষোভের সঞ্চার হয়েছে কাউন্সিলরদের মধ্যে। ৬৫ লাখ টাকার মধ্যে ২৫ লাখ টাকার টেন্ডার হলেও বাকি টাকা কোন খাতে ব্যয় হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। আজ টেন্ডার বিক্রি নিয়ে ঝামেলার সৃষ্টি হতে পারে বলে গুঞ্জন উঠেছে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা জেলা প্রসাশকের দৃষ্টি কামনা করা হয়েছে।

Leave a comment